নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে চুরিরি অভিযোগে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের হিসাবরক্ষক গ্রেফতার। দুর্গাপুরের বিধান নগরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। ধৃত ব্যক্তির নাম মনীশ নারায়ণ। ধৃতকে এদিন মহকুমা আদালতে পেশ করা হয়।
জানা গেছে ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন মনীশ। স্কুল কর্তৃপক্ষ নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়িতে তার বিরুদ্ধে ৬ লক্ষ টাকা সহ ওয়াশিং মেশিন এবং কুলার চুরি করার অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাকে ওই ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া টাকা ও সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


















