eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের স্কুলে জাতীয় স্তরের বক্সিং টুর্নামেন্টের আয়োজন

দুর্গাপুরের স্কুলে জাতীয় স্তরের বক্সিং টুর্নামেন্টের আয়োজন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বুকে আয়োজিত হচ্ছে জাতীয় স্তরের বক্সিং টুর্নামেন্ট। শহরের পূরব ইন্টারন্যাশনাল স্কুলে শুরু হয়েছে ” সিবিএসই ফার ইস্ট জোন বক্সিং টুর্নামেন্ট ২০২৫”শীর্ষক বক্সিং প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার ৩১ জুলাই টুর্নামেন্টের উদ্বোধন হয়। টুর্নামেন্ট চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত।

এদিন স্কুল ক্যাম্পাসে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয় । এরপর অনুষ্ঠিত হয় সব প্রতিযোগী দলের অংশগ্রহণে মার্চ পাস্ট। উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

এবারের বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে ৫টি রাজ্যের (পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, মেঘালয়, ছত্তিশগড়) ৬৫টি সিবিএসই অনুমোদিত স্কুল। যেখানে প্রায় ১৪৭ জন উদীয়মান বক্সার অংশ নিয়েছে। তাদের সঙ্গে রয়েছেনন ১০০ জন এস্কর্ট টিচার, কোচ এবং টিম ম্যানেজার।

গার্লস ও বয়েজ দুটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পড়ুয়ারা। গার্লস বিভাগে আন্ডার-১৪-এ ১১টি ওজন বিভাগ, আন্ডার-১৭-ও ১৫টি ওজন বিভাগ ও আন্ডার-১৯- ১২টি ওজন বিভাগ রয়েছে। বয়েজদের ক্ষেত্রে আন্ডার-১৪-এ ১১টি ওজন বিভাগ, আন্ডার-১৭০-এ ১৩টি ওজন বিভাগ, আন্ডার-১৯-এ ১১টি ওজন বিভাগ রয়েছে।

এই প্রতিযোগিতার প্রতিটি বিভাগের বিজয়ী এবং রানার্স-আপরা সিবিএসই ন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। এই জাতীয় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে হরিয়ানায়। যেখানে প্রতিভাবান খেলোয়াড়রা স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

প্রসঙ্গত, এই নিয়ে টানা তিন বার জাতীয় স্তরের এই বক্সিং প্রতিযোগিতার আয়োজন করছে পূরব ইন্টারন্যাশনাল স্কুলে। এই প্রতযোগিতাকে উপলক্ষ্য করে স্কুল ক্যাম্পাস রূপ নিয়েছে এক সম্পূর্ণ গেমস ভিলেজে। যেখানে ২৯ জুলাই থেকেই পৌঁছে গেছেন প্রতিযোগী এবং তাঁদের প্রশিক্ষক দল।

মূলত “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি, জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ করে দিতেই গত তিন বছর ধরে জাতীয় স্তরের বক্সিং প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানান পূরব ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments