eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের স্কুলে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন

দুর্গাপুরের স্কুলে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– জরায়ু ক্যান্সারের মতো মারণ রোগ রুখতে রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি-র বিশেষ উদ্যোগ। জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের ১০ থেকে ১৪ বছর বয়সি ৫০ জন ছাত্রীকে দেওয়া হল জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি ভ্যাকসিনের প্রথম ডোজ। ছয় মাস পরে দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

ছাত্রীদের সুস্থ, নিরাপদ ভবিষ্যৎ-এর লক্ষ্যে রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি-র আর্থিক সহায়তায় এই উদ্যোগ বলে জানান কর্তৃপক্ষ। তবে কেবল ভ্যাকসিন দেওয়াতেই থেমে থাকেনি এই প্রয়াস। বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ রাহুল রায় চৌধুরী ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে ভাগ করে নেন জরায়ু ক্যান্সারের কারণ, প্রতিরোধের উপায় এবং এইচপিভি ভ্যাকসিনের প্রয়োজনীয়তার দিকগুলো। ডাঃ রাহুল বলেন, “জরায়ু ক্যান্সারের প্রবণতা কমাতে সচেতনতা তৈরি করাই সবচেয়ে জরুরি। কীভাবে এই ক্যান্সার হয়, কাদের বেশি ঝুঁকি, এবং কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি—সেই সব দিক নিয়েই আলোচনা হয়েছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল হক জানান, “আমরা কৃতজ্ঞ রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটির প্রতি। তাদের সহায়তাতেই এত বড় উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। আমাদের ছাত্রীদের জন্য এটি এক ঐতিহাসিক দিন।”

এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments