নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের অভাব ছিল বহুদিন ধরেই। এলাকায় পানীয় জলের উৎস বলতে ছিল পৌর নিগমের পাইপ লাইনের আসা জল যা একটি সিমেন্টের ট্যাঙ্কে জমা হতো। সেই জলই খেতে হতো পড়ুয়াদের। বিশেষ করে বর্ষার মরশুমে অনেকসময় ঘোলা জল খেতে হতো বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের। তাতে অনেক সময় শরীরিক সমস্যায় দেখ দিত। স্কুল কর্তৃপক্ষ বহুদিন ধরেই স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে স্থানীয় একটি বেসরকারি সংস্থার সিএসআর প্রকল্পে স্কুলে বসল পরিশুদ্ধ শীতল পানীয় জলের ইউ ভি মেশিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামলী মাঝি জানান, “পড়ুয়াদের জন্য শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে পেরে খুব ভাল লাগছে। এবার থেকে জলের জন্য আর পড়ুয়াদের জল বাহিত রোগ ব্যাধির শিকার হতে হবেনা। পড়ুয়াদের শারীরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। “
অন্যদিকে বিদ্যালয়ে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন বসায় পড়ুয়াদের পাশাপাশি খুশি অভিভাবক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারও।





