eaibanglai
Homeএই বাংলায়পরিবেশ রক্ষার বার্তা নিয়ে শহরে বিজ্ঞান মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে শহরে বিজ্ঞান মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রকৃতি ও পরিবেশ রক্ষা, এই বিষয়ে বিশেষ করে ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল দুর্গাপুরের এনএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনস। সংগঠন আসার ও দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটি’র সহযোগিতায় শনিবার ইস্পাত নগরী সংলগ্ন কমলপুরে অবস্থিত শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ প্রাঙ্গনে এক বিজ্ঞান মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছিল নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি । যার বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ রক্ষা।

বিপুল উৎসাহ ও উদ্দিপনা সহকারে শহরের বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মূলত বর্জ্য পদার্থ ও ফেলে দেওয়া সামগ্রী থেকেই মডেলগুলি তৈরি করেছিল পড়ুয়ারা। তাদের তৈরি ২২টি বিজ্ঞান মডেল প্রদর্শনীতে স্থান পেয়েছিল। প্রতিযোগিতায় এদের মধ্যে প্রথম স্থান অর্জন করে জেমুয়া ভাদুবালা স্কুল (মডেল – সেভ আর্থ), দ্বিতীয় হয় শান্তিনিকেতন পলিটেকনিক (মডেল – ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার পিউরিফায়ার), তৃতীয় স্থান পায় সাগর ভাঙ্গা হাইস্কুল (মডেল- ইনোভেশন হাব), চতুর্থ স্থান পায় এন এসএমএস নার্সিং কলেজ (মডেল – ওয়াটার পিউরিফিকেশন), পঞ্চম স্থান অর্জন করে ডি আই সি ভি স্কুল (মডেল- কুলার)। এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল কলেজের মোট ৯৫ জন ছাত্র ছাত্রী দলগতভাবে অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতায় স্থানাধিকারীদের আর্থিক পুরস্কার প্রদানের পাশাপাশি সকল প্রতিযোগীকে শংসাপত্রও প্রদান করা হয়।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শহরের পরিচিত পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ, বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব দেবব্রত চৌধুরী, নিতাই চন্দ্র মন্ডল ও তারাপদ চ্যাটার্জী, শিক্ষাবিদ জয়নুল হক ও পিয়া বিশ্বাস, দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটির পক্ষ থেকে গোপি রঞ্জন বাসু ও সুমনব্রত দাস এবং এন এসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর কর্ণধার আব্দুস সামাদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments