নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরবাসীর জন্য স্বস্তির খবর। এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হল অত্যাধুনিক ল্যাপারোস্কপিক পরিষেবা। শনিবার রোটারি ক্লাব অফ ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং রোটারি ক্লাব অফ দুর্গাপুরের উদ্যোগে প্রায় ১৩ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে এই অত্যাধুনিক ল্যাপারোস্কপি মেশিনটি দুর্গাপুর মহকুমা হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। অত্যাধুনিক এই ল্যাপারোস্কপিক মেশিনের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মণ্ডল, রোটারি ক্লাব অফ দুর্গাপুরের একাধিক সদস্য ও হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা।
আধুনিক এই অস্ত্রোপচার যন্ত্রের মাধ্যমে এখন থেকে জটিল অপারেশনও তুলনামূলকভাবে কম সময়ে ও কম ঝুঁকিতে করা সম্ভব হবে। বিশেষ করে পেটের বিভিন্ন রোগ সংক্রান্ত অস্ত্রোপচার যেমন গলব্লাডার, অ্যাপেন্ডিক্স ও অন্যান্য জটিল অপারেশন এখন কম ঝুঁকিতে করা সম্ভব হবে এবং রোগীও দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ফলে এখন থেকে মহকুমার সাধারণ মানুষকে পেটের জটিল অস্ত্রোপচারের জন্য আর শহরের নামীদামী বেসরকারি হসাপাতালে ছুটতে হবে না।
এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “সম্ভবত রাজ্যের প্রথম কোনও মহকুমা হাসপাতালে এই ধরনের ল্যাপারোস্কপি মেশিন স্থাপন করা হলো। এর ফলে দুর্গাপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। দুর্গাপুরের স্বাস্থ্য পরিকাঠামোর মান ক্রমশ উন্নত হচ্ছে।”


















