eaibanglai
Homeএই বাংলায়মমতা স্বচ্ছ হলে অরূপকে তাড়ান: সেলিম

মমতা স্বচ্ছ হলে অরূপকে তাড়ান: সেলিম

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- “অপদার্থ, প্রচারলোভী, ফালতু এই ক্রীড়ামন্ত্রীর এক্ষুনি পদত্যাগ করা উচিত। না করলে, মমতার সরকারের যদি সত্যিই এ ব্যাপারে সততা থাকে, ওকে গ্রেফতার করে উচিত শিক্ষা দিক,” বলে দাবি করলেন রাজ্য সিপিএম সম্পাদক মহম্মদ সেলিম।

রবিবার দলীয় একটি সভায় যোগ দিতে বরিষ্ঠ ঐ সিপিএম নেতা এদিন দুর্গাপুরে আসেন। এদিন দুপুরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল বাদশা লিওনেল মেসির আগমনের পর যে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, সে প্রসঙ্গে মহম্মদ সেলিম এদিন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ব্যর্থতার ওপরই ঘটনার যাবতীয় দায় চাপিয়েছেন। তিনি বলেন, “একজন অপদার্থ লোকের আত্মপ্রচারের লোভের দরুন হাজার হাজার মানুষের চূড়ান্ত ভোগান্তি হল। অত অত টাকার টিকিট কেটে মানুষ প্রতারিত হলেন। এটা ঐ মন্ত্রীর বোঝার ক্ষমতাই নেই, যে গাঁটের কড়ি খসিয়ে স্টেডিয়ামে কেউ ওকে, ওর পরিবারের লোকজনকে বা ওর চামচা বেলচাদের দেখতে যায়নি।”

সেলিমের দাবি, “এইসব মমতার চাকরবাকর ক্লাসের মন্ত্রীদের যত্রতত্র দেখলে মানুষ যেভাবে রেগে যাচ্ছেন, তা ওদের বোঝার সময় এসেছে যে এদের কারনেই এই সরকারকে মানুষ আর চাইছেন না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments