eaibanglai
Homeএই বাংলায়শহীদ দিবসে শহরে অনুষ্ঠিত হতে চলেছে "শ্রমিক কৃষক মৈত্রী দৌড়"

শহীদ দিবসে শহরে অনুষ্ঠিত হতে চলেছে “শ্রমিক কৃষক মৈত্রী দৌড়”

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আমাদের দেশে ২৩শে মার্চ দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়। ১৯৩১ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামের তিন আপসহীন সৈনিক ভগৎ সিং, সুখদেব থাপার এবং শিবরাম রাজগুরুকে লাহোর জেলে ফাঁসি দিয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার। এই তিন তরুণ স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ সরকারের কাছ থেকে দেশ মাতৃকাকে মুক্ত করতে বদ্ধ পরিকর ছিলেন। যার জন্য নিজেদের প্রাণের বলি দিতেও পিছপা হননি।

এবছর ৯৪তম শহীদ দিবস পালন করবে দেশ। আর এই শহীদ দিবসে বীর ত্রয়ী শহীদকে শ্রদ্ধা জ্ঞাপন করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে দুর্গাপুরের হিন্দুস্থান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়ন। সংগঠনের পরিচালনায় আগামী ২৩ মার্চ ২০২৫,শহরে অনুষ্ঠিত হবে “শ্রমিক কৃষক মৈত্রী দৌড়”। যেখানে মহিলা ও পুরুষদের জন্য যথাক্রমে ৫ ও ১০ কিমি দৌড়ের ব্যবস্থা করা হয়েছে।

এদিনের শহীদ দিবস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ইস্পতা নগরীর ১ নম্বর বিদ্যাসাগর এভিনিউতে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ সুবর্ণ গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৌরাঙ্গ চ্যাটার্জী, ভগীরথ সামুই প্রমুখ। অনুষ্ঠান শুরু হবে সকাল ৮ টা থেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments