eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রির অভিযোগ, দোকানে তালা, আটক ১

দুর্গাপুরে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রির অভিযোগ, দোকানে তালা, আটক ১

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রির অভিযোগে বেনাচিতির স্টিল মার্কেটের এক খাবার দোকান মালিককে আটক করল দুর্গাপুর থানার পুলিশ। পাশাপাশি দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়। ওই দোকান থেকে উদ্ধার করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় সহ বেশ কিছু প্যাকেটজাত খাবার।

ঘটনা সূত্রে জানা যায় কৃষ্ণা মুখোপাধ্যায় নামের এক মহিলা এদিন দুর্গাপুর থানায় বেনাচিতি বাজারের ওই দোকানের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি জানান ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ওই দাকোন থেকে ঠান্ডা পানীয়ের একটি প্যাকেট কিনে দেন। প্রথমে খেয়াল না করলেও পরে তিনি লক্ষ্য করেন ওই পানীয়ের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কয়েক মাস আগেই। অভিযোগ বিষয়টি জানাতেই দোকান মালিক তড়িঘড়ি গোডাউনে তালা লাগিয়ে দেন। এতেই তার সন্দেহ জাগে, নিশ্চিৎ আরো মেয়াদ উত্তীর্ণ খাবার মজুদ রয়েছে দোকানে। এরপরই তিনি দুর্গাপুর থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই খাবার দোকানে হানা দেয় পুলিশ এবং বহু মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় ও প্যাকেটজাত খাবার বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে দোকান মালিক ব্যবসায়ী বাপ্পা ব্রহ্মচারীকে আটক করে দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়।

অন্যদিকে দোকান মালিক বাপ্পা ব্রহ্মচারী দাবি করেছেন, ওই পানীয় ও খাদ্য সামগ্রী কোম্পানির ফেরত নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা নিয়ে যায়নি।

এদিকে শহরের সবচেয়ে বড় ও প্রধান বাজার গুলির মধ্যে অন্য়তম বেনাচিত বাজারের এভাবে দেদার মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় ও খাবার জিনিস বিক্রি হওয়ায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে সাধারণের মধ্যে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments