নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর হাট প্রাঙ্গণে আজ থেকে শুরু হল রাজ্য় সরকারের উদ্যোগে ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা কর্তৃক আয়োজিত তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা – ২০২৬। এবারের মেলায় দক্ষিণ দিনাজপুর ,মুর্শিদাবাদ,মালদা,পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান সহ ১৩টি জেলার ৩২০আর্টিজেন অংশ নিয়েছে। ১৩ টি জেলার শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠী হাতে তৈরি নানান উপকরণের পসরা সাজিয়ে হাজির হয়েছেন।
প্রতিটি জেলার স্বনির্ভর গোষ্ঠীর স্টল তৈরি করা হয়েছে মেলায়। যেখানে বালুচরি, তসর, কাঁথাস্টিচ থেকে ফ্যান্সি সিল্ক, লিনেন, হ্যান্ডলুমের নানা ধরনের শাড়ি যেমন মিলবে তেমনি পুরুষদের কুর্তা-পাঞ্জাবি, মেয়েদের সালোয়ার, ব্যাগ এমনকি ডিজাইনার গামছাও পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ঘর সাজানোর হরেক রকম হস্তশিল্প,যেমন-ঝিনুক, গালা ও শোলার তৈরি গয়না, মসলন্দ মাদুর, ছৌ মুখোশ, ডোকরা, তামার প্রদীপ, খেজুর পাতা ও বেত-কাঠ-কাপড়ের তৈরি ঘর সাজানোর জিনিস ইত্যাদি।
তবে সৃষ্টিশ্রী মেলার আরও একটা বিশেষ আকর্ষণ হল স্বনির্ভর দলের মহিলাদের হাতে তৈরি নানা রকমের খাবার। গত বছরের মতো এবারও আচার, পিঠে, আমসত্ত্ব, ঘি, নাড়ু সহ বাংলার রকমারি খাবার নিয়ে হাজির হয়েছেন মহিলারা।
আজ দুপুরে শুভউদ্বোধন হয়ে মেলা চলবে দশদিন ব্যাপী, অর্থাৎ আগামী ৮ ই জানুয়ারী, ২০২৬ পর্যন্ত। এই মেলার অন্যতম আকর্ষণ নামিদামি জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যায় দুর্গাপুর হাটের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান করবেন শোভন গাঙ্গুলী, লোপামুদ্রা মিত্র, ঋষি পাণ্ডা, সৌরেন্দ্র সৌম্যজিৎ, শুভশ্রী দেবনাথ, মৈনাকের দলবল, রথীন কিস্কু, বাংলা ব্যান্ড ভূমি, সুজয় ভৌমিক, পূর্ণিমা মাণ্ডির মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। এছাড়াও থাকছে নানারকম প্রতিযোগিতার আয়োজন।
বাংলা নিজস্ব শিল্প-সংস্কৃতির প্রচারের পাশাপাশি গ্রামীণ শিল্পের বিকাশ ঘটানো ও সর্বোপরি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপার্জনের সুযোগও করে দেওয়ার লক্ষ্যেই এই সৃষ্টিমেলার আয়োজন বলে জানান আনন্দধারা প্রকল্পের অধিকর্তারা।

















