eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের সৃষ্টিশ্রী মেলায় "খাদান" থিম, উদ্বোধনে খাদানের ইধিকা পাল

দুর্গাপুরের সৃষ্টিশ্রী মেলায় “খাদান” থিম, উদ্বোধনে খাদানের ইধিকা পাল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের দুর্গাপুর হাটে বসছে রাজ্য় সরকারের পঞ্চায়েত ও গ্রমোন্নয়ন দপ্তরের উদ্যোগে সৃষ্টিশ্রী মেলা। শুক্রবার মেলার উদ্বোধনে মঞ্চ মাতালেন খাদান চলচ্চিত্র খ্যাত অভিনেত্রী ইধিকা পাল। প্রসঙ্গত সৃষ্টিশ্রীর দ্বিতীয় বর্ষের মেলায় হস্তশিল্পীদের শিল্পকলার পাশাপাশি নজর কাড়ছে কয়লা খনির আদলের তৈরি একটি নকল খাদান। যেখানে মাথায় লাইট লাগানো হেলমেট পড়ে ঘুড়ে বেড়াচ্ছে খনি শ্রমিকরা,করছেন কয়লা উত্তোলন। শোনা যাচ্ছে, সাইরেনের শব্দও। দেখে মনে হবে একেবাসে আসল কয়লা খনি। এদিন যার উদ্বোধন করেন ইধিকা,পাশাপাশি মেলার উদ্বোধনেও অংশ নেন তিনি। যেখানে খাদানের জনপ্রিয় ‘কিশোরী’ গান গেয়ে, গানের তালে কোমর দুলিয়ে উপস্থিত জনতাকে মাতিয়ে তোলেন তিনি। মাইক হাতে মঞ্চে তাঁকে সঙ্গত দিতে দেখা যায় এডিডিএ’র চেয়ারম্যান কবি দত্তকে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পন্নামবলাম এস, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, অভিনেত্রী ইধিকা পাল, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের সিইও কুহু ভূষণ , বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা।

মেলায় বাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হস্ত শিল্পের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন। কাঁথা স্টিচের পোশাক শাড়ি থেকে হাতের তৈরি অলংকার , ঘরসজ্জার সামগ্রী যেমন রয়েছে তেমনি হাতে তৈরি পিঠে পুলির সম্ভার নিয়ে মেলায় হাজির নানান খাবারের স্টল। এছাড়াও মেলা প্রঙ্গনে প্রত্যেকদিন সন্ধ্যায় মনোরঞ্জনের জন্য থাকছে বাংলার খ্যাতনামা সংগীত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান।

রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “এই মেলা ঘিরে চরম উচ্ছ্বাস রয়েছে গোটা শিল্পাঞ্চলবাসীর মধ্যে। দার্জিলিংয়ের হস্তশিল্প মেলায় সাড়ে সাত কোটি টাকা বিপণন হয়েছে, কলকাতায় ৩২ কোটি টাকা বিপণন হয়েছে। দুর্গাপুর হাটের এই মেলাতেও ব্যাপক বিকিকিনি হবে বলে আমরা আশাবাদী।”

খাদান, চলচ্চিত্র তারকা, পিঠেপুলি, খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান- সব মিলিয়ে জমে উঠেছে দুর্গাপুরের সৃষ্টিশ্রী মেলা। প্রথম দিনেই মেলায় মানুষ ভিড় উপচে পড়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments