নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের শ্রুতিবৃত্তায়ন ভোকাল মিউজিক স্কুলের সপ্তম বার্ষিক সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হলো ১৩ ই ডিসেম্বর সন্ধ্যায় নন- কোম্পানি হাউসিং কমিউনিটি হল এ। সূচনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত।সম্বর্ধনা জ্ঞাপন করা হয় শ্রী সেনগুপ্ত এবং উপস্থিত বিশিষ্টজনদের ও। এরপর শ্রুতিবৃত্তায়নের বিভিন্ন বয়সের শিল্পী-শিক্ষার্থীরা একক এবং সম্মেলক সংগীত পরিবেশন করেন। ছিল নৃত্যানুষ্ঠান-ও। যন্ত্রাণুষঙ্গ সহযোগিতায় ছিলেন অরিজিৎ রায়, দীপায়ন চট্টোপাধ্যায় প্রমূখ। সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সংস্থার অধ্যক্ষা কস্তুরী দত্ত। অনুষ্ঠান সঞ্চালনায় নিরলস ছিলেন- বিশিষ্ট বাচিক শিল্পী কাকলি দাশগুপ্ত।

















