নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের সুপরিচিত সঙ্গীত শিক্ষায়তন ও সাংস্কৃতিক সংস্থা শ্রুতিবৃত্তায়নের ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল ২২ ডিসেম্বর সন্ধ্যায়, সিটি সেন্টারের নন্ কোম্পানী হাউজিং কমিউনিটি হল-এ।শিশুশিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত উদ্বোধনী সঙ্গীতের পরে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করলেন- বিশিষ্ট সংগীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সংস্থার অধ্যক্ষা কস্তুরী দত্ত এবং উপস্থিত বিশিষ্টজনেরা। অত্যন্ত পরিছন্ন এবং অনুশীলনের মাধ্যমে সুপরিবেশন যোগ্য সঙ্গীত নিবেদন করলেন সংস্থার শিক্ষার্থী ও সভ্য সভ্যাবৃন্দ, একক এবং সম্মেলক সঙ্গীতের মাধ্যমে। ছিল আমন্ত্রিত সংস্থা উড়ান এর সমবেত সঙ্গীত ও। সম্বর্ধনা জ্ঞাপন করা হল বুদ্ধদেব সেনগুপ্ত, সাহিত্যসেবী রাজীব ঘাঁটি সহ একাধিক শিক্ষয়িত্রীদের। অনুষ্ঠান সঞ্চালনায় সপ্রতিভ ছিলেন সূর্য্য মাইতি।সমগ্র অনুষ্ঠানের সু-পরিকল্পনা ও পরিচালনার কৃতিত্ব কস্তুরী দত্ত-র।