সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ– দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুক্তি প্রার্থনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুর্গাপুরের সঞ্জীব সরণিতে “স্বপ্ন উড়ান ” পরিচালিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসেছিলেন শুভেন্দু। তার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ স্থানীয় নেতারা।
এদিন রাজ্যের একাধিক দুর্নীতির প্রসঙ্গে বলতে গিয়ে মা জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে হাত জোড় করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুক্তি দাও মা।” পুজো উদ্বোধনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুরমন্ত্রী ও তৃণমূল নেতা মদন মিত্রকেও একহাত নেন তিনি। রেখা পাত্রের নামে আপত্তিকর মন্তব্য করা নিয়ে রাজ্যের পুর মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “গত কয়েক বছর ধরে উনি যে কথা বলেছেন, তা ভারত তথা দেশের সনাতনীদের উপর আঘাত করা ছাড়া আর কিছু নয়। তিনি বাংলার সংস্কৃতির উপর আঘাত হেনেছেন। তার ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য বাংলার মানুষকে আঘাত করেছে।” মদন মিত্রকে এদিন কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “সারাদিন মদ খায়। একটা মাতাল ! ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না জিতলে আমি হাত কেটে দেবো। বাদ দিয়েছে কি? এর পাশাপাশি আবাস যোজনার দুর্নীতি নিয়েও সরব হন তিনি। এদিন তিনি রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, “চূড়ান্ত তালিকা প্রকাশের পর যদি দেখা যায় তাতে ধনী মানুষের নাম আছে , তাহলে বিডিও অফিসে বড় বড় তালা ঝুলবে।”
বিরোধী দলনেতা এদিন উদ্যোক্তাদের তরফে এলাকার দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্রও তুলে দেন।