নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বরের বিধানসভায় “কন্যা সুরক্ষা যাত্রা” কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূলকে তুলোধুনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত আরজিকর থেকে কসবা কাণ্ডের বিচার সহ রাজ্যের নারীদের সুরক্ষার দাবিতে বিজেপি রাজ্য জুড়ে শুরু করেছে “কন্যা সুরক্ষা যাত্রা” কর্মসূচি। মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে দলের এই কর্মসূচিতে যোগ দেন বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী। সেখানে পানশিউলি মোড় থেকে মাদারবনি ইসিএল গ্রাউন্ড পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রা হয়। যাত্রা শেষে ইসিএল গ্রাউন্ড জনসভায় যোগ দেন বিরোধী দলনেতা।
এদিনের সভা থেকে রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, “গুণ্ডামি অবৈধ খনি মাফিয়ারাজ আর চলবে না।” পাশাপাশি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম করে তাঁর বিরুদ্ধে পুলিশ ও কয়লা বালি মাফিয়াদের সঙ্গে আঁতাত করে অবৈধ কার্যকলাপ চালানোর বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। এমনকি ২০২১ সালে কারচুরি করে নরেন্দ্রনাথ বিধায়ক হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে বলেন,”ভোটার তালিকা সংশোধনের পর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। কারণ ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের।” ২০২৬-এ রাজ্যে বদল হবে বদলাও হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,” যারা এখন অত্যাচার চালাচ্ছে তাদের খুঁজে বার করে সাজা দেওয়া হবে। “
অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের বিরুদ্ধেও একহাত নেন তিনি। কংগ্রেসকে তিনি তৃণমূলের বি-টিম বলে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে হিন্দু ভোট ভাগাভাগির চেষ্টার অভিযোগ করেন।
এদিনের কর্মসূচিতে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিতনু ভট্টাচার্য,জিতেন্দ্র তিওয়ারি,বিধায়ক লক্ষণ ঘোড়ুই সহ বিজেপির স্থানীয় নেতৃত্বরা।
এদিনের বিরোধী দলনেতার কর্মসূচিকে ঘিরে পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।





