eaibanglai
Homeএই বাংলায়কমিশনের ভুলে ভোটারকে শুনানিতে ডাকার অভিযোগ দুর্গাপুরে

কমিশনের ভুলে ভোটারকে শুনানিতে ডাকার অভিযোগ দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে এসআইআরের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। এনুমারেশন ফর্ম বিলি জমার পর নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত করা হয়েছে ভোটার খড়সা তালিকা। এবার সেই তালিকা থেকে যাদের নাম বাদ গেছে, তাদের শুরু হয়েছে শুনানি।

খড়সা তালিকায় নাম বাদ পড়া নিয়ে একাধিক অভিযোগ উঠছে। এরকমই অভিযোগ সামনে এসেছে দুর্গাপুরে। ইস্পাত নগরীর ভোটার সীমান্ত অধিকারীকে শনিবার শুনানিতে ডাকা হয়েছে দুর্গাপুর সরকারি কলেজে। কিন্তু সীমান্তবাবুর দাবি তার কোন ভুল নেই, তিনি ঠিকঠাকভাবে ফর্ম ফিলাম করেই জমা দিয়েছিলেন। আসলে ভুল ছিল এনুমারেশন ফর্মে। তাঁকে যে ফর্ম দেওয়া হয়েছিল তাতে নাম, ঠিকানা, ভোটার এপিক নম্বর ঠিক ঠাকলেও তার জায়গায় ছিল অন্য কারও ছবি। তাঁকে সেই ভুল ফর্ম ফিলাম করেই জমা দিতে বলা হয়েছিল কিন্তু তাতে ফল হয়েছে উল্টো, তাকে উপযুক্ত প্রমাণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে হাজির হতে বলা হয়েছে।

সীমান্তবাবুর দাবি দীর্ঘ দিন ধরে তিনি তাঁর ভোটার কার্ড ব্যবহার করেছেন, ভোট দিয়েছেন। তাঁর অভিযোগ, ছবি ও তথ্য আপডেটের দায়িত্ব নির্বাচন দপ্তরের, সেখানে ভুল হলে তার দায় সাধারণ ভোটারের উপর চাপানো অনুচিত। নির্বাচন কমিশনের ভুলের খেসাড়ত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments