নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। প্রৌঢ়াকে ধাক্কা মেরে সোনার চেন ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। পরে পুলিশি তৎপরতায় ধরা পড়ে দুষ্কৃতীরা। উদ্ধার হয় সোনার চেন।
জানা গেছে, দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ পল্লীর বাসিন্দা শোভারানী মুখোপাধ্যায় শনিবার দুপুরে পথ কুকুরদের খাবার দিতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সেই সময় তিন দুষ্কৃতী বাইকে করে এসে প্রৌঢ়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গলায়র সোনার চেন ছিনতাই করে পালায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কোকওভেন থানার পুলিশকে। অভিযোগ পেয়েই তৎপরতা শুরু করে পুলিশ। শুরু হয় চিরুনি তল্লাশি। পরে ওই দিনই দুষ্কৃতীরা যখন সোনার চেনটি দুর্গাপুরের সিনেমা হল রোডের একটি সোনার দোকানে বিক্রি করতে যায় তখনই তাদের পাকড়াও করে ফেলে পুলিশ। গ্রেপ্তার করা হয় সুভাষপল্লী সংলগ্ন এলাকার বাসিন্দা শিব প্রসাদ, আদিত্য মন্ডল ও ইস্যু রাম নামের তিন দুষ্কৃতীকে। রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
শোভারানী মুখোপাধ্যায় এদিন বলেন, “আমি কুকুরকে খাবার দিতে বাড়ির বাইরে বেরিয়ে ছিলাম। তখনই একটি বাইকে করে তিনজন এসে আমার সামনে দাঁড়ালো। একজন বাইক থেকে নেমে আমার গলাটি ধরল। তারপরেই সোনার চেনটি ছিড়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে পালালো। আমি খুব আতঙ্কের মধ্যে ছিলাম। পুলিশ যদিও আমার সোনার চেইন উদ্ধার করে দিয়েছে। পুলিশকে অনেক ধন্যবাদ জানাই।”
অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান, শহরে পুলিশ সব সময় সতর্ক রয়েছে। কোনোরকম দুষ্কর্ম করে দুষ্কৃতীরা ছাড় পাবে না।