মনোজ সিংহ দুর্গাপুরঃ- পশ্চিমবঙ্গের সব থেকে নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে জায়গা করে নিয়েছে দুর্গাপুরের সনকা এডুকেশনাল ট্রাস্ট। দুর্গাপুর শিল্পাঞ্চলের পাশেই মলানদিঘিতে বেশ কয়েক বিঘা জমির ওপর গড়ে ওঠা এই অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ইতিমধ্যেই দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে। গত বেশ কয়েক বছর ধরে তাঁদের আন্তর্জাতিক মানের শিক্ষা পরিকাঠামো, স্বাস্থ্য শিক্ষা পরিসেবা, নিঃস্বার্থ সেবা, সুশৃংখল ভয় মুক্ত পরিবেশ, সহযোগিতা ও ভালোবাসা দিয়ে শিল্পাঞ্চল দুর্গাপুরকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিবছরের ন্যায় এ বছরও সনকা এডুকেশনাল ট্রাস্ট তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে তাদের নিজস্ব মলানদীঘিতে স্থিত কলেজ ক্যাম্পাসের ভেতরে। প্রতি বছরের ন্যায় এ বছরও ভারতবর্ষ তথা পৃথিবী বিখ্যাত শিল্পীদের নিয়ে সংগীতের জমজমাট আসর বসতে চলেছে সনকা এডুকেশনাল ট্রাস্টের ফেস্টন ও বিটস অনুষ্ঠানে। আজ সেখানে সংগীত পরিবেশন করবেন বিখ্যাত বলিউড গায়ক সনু নিগম ও তার সম্প্রদায়। সনকা এডুকেশনাল ট্রাস্টের ব্যক্তিগত অনুষ্ঠান হওয়া সত্বেও, গোটা রাজ্যের বিভিন্ন জেলা তথা দক্ষিণবঙ্গ থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন হোটেলে এসে উঠেছেন।
সূত্র মারফত জানা গেছে, সনকা এডুকেশনাল ট্রাস্টের কর্মকর্তারা রাজ্য তথা দক্ষিণবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের সম্মানীয় ব্যক্তিত্বগণকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই অনুষ্ঠানটি তাদের একেবারেই ব্যক্তিগত অনুষ্ঠান হলেও গোটা শিল্পাঞ্চলের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এক ঝলক সোনু নিগমের দর্শন পাওয়ার জন্য। এদিন খুব সকাল থেকেই বহু মানুষ ভিড় করেছে মলানদিঘির শিক্ষা প্রতিষ্ঠানটির মূল গেটের সামনে। সব মানুষেরই একটাই অনুরোধ, “একবার সনু নিগমকে দেখার সুযোগ করে দিন দয়া করে।” কিন্তু সনকা এডুকেশনাল ট্রাস্টের সীমিত পরিসরে অত মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া সম্ভব নয়। তাই সীমিত আকারে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গকেই এই অনুষ্ঠান দেখার সুযোগ দিচ্ছেন উদ্যোক্তারা। অন্যদিকে এদিনের এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানের জেরে আজ সন্ধ্যে থেকে সনকা এডুকেশনাল ট্রাস্টের সামনের মুচিপাড়া-শিবপুর রাস্তাটি যে লোকে লোকারণ্য থাকবে তা বলাই বাহুল্য।