নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বছর আটেক আগে মৃত্যু হয় দুর্গাপুরের কাঁকসা ব্লকের মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামের বাসিন্দা নুরুদ্দিন মল্লিকের। তাঁর স্মৃতির উদ্দেশ্যে প্রতিবছর সামাজিক কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তাঁর স্ত্রী পুত্র পরিবার। প্রতিবারের মতো এবছরও মল্লিক পরিবার নুরুদ্দিন মল্লিকের স্মরণে রক্তদান শিবির ও কম্বল বিতরণের আয়োজন করেছিল। এছাড়াও ছিল ছোটদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা। পাশাপাশি আয়োজন করা হয়েছিল একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক পঙ্কজ রায় সরকার, অমিতাভ ব্যানার্জি , বিশিষ্ট সমাজসেবক বরুন ঘোষাল, মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জী সহ বিশিষ্টজনেরা।
প্রয়াত নুরুদ্দিন মল্লিকের পুত্র বাবু মল্লিক জানান, “কিডনির রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত হন তাঁদের বাবা। কিডনির রোগের জন্য ডায়ালাইসিসের পাশাপাশি প্রায়ই প্রয়োজন হত রক্তের। সেই সময় রক্তের জন্য হন্যে হয়ে ঘুরতে হতো তাঁদের। বাবাকে শেষ পর্যন্ত বাঁচানো না গেলেও আগামী দিনে কোন রোগী ও তাঁর পরিবারকে যাতে দুঃসময়ে তাঁদের মতো পরিস্থিতির শিকার হতে না হয়, সেই ভাবনা থেকেই বাবার স্মরণে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করেন তাঁরা।”
প্রিয়জনের বিচ্ছেদ সবসময়ই ব্যাথার। আজীবন বহন করতে হয় প্রিয়জনের সঙ্গে কাটানো, ফেলে আসা মুহুর্তগুলো। মল্লিক পরিবার সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে তাঁদের হারানো প্রিয়জনকে স্মরণ করেন প্রতিবছর। তাঁদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা।


















