নিজস্ব সংবাদদাদা, দুর্গাপুরঃ– শহর জুড়ে এখন ক্রীড়া উন্মাদনা। কারণ এই প্রথমবার দুর্গাপুর শহরে অনুষ্ঠিত হচ্ছে খেলাধুলার মেগা ইভেন্ট “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে গতকাই কার্নিভালের সূচনা হয়েছে। শহরের একাধিক স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়ামে এই খেলাধুলার আনন্দযজ্ঞ চলছে। যেখানে মোট ৩২টি ইভেন্টে ১৫,০০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবেন। যার মোট পুরস্কারের মূল্য ২৫ লক্ষ টাকা।
প্রতিযোগিতার প্রধান ইভেন্টগুলির মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, টেনিস, ম্যারাথন, অ্যাথলেটিক্স, দাবা সহ একাধিক খেলাধুলা। তার মধ্যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী ১৮ জানুয়ারি সিটিসেন্টারের সিধু কানু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাওয়ার লিফটিং (মহিলা এবং পুরুষ) এবং বডি বিল্ডিং (মেনস ফিজিক) প্রতিযোগিতা। এই কার্নিভালে জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশন গুলির বাছাই করা খেলোয়াড়রা ও স্কুল-কলেজের সেরা খেলোয়াড়রা তো অংশ গ্রহণ করবেই। পাশাপাশি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের তরফে জেলার সমস্ত পাওয়ার লিফটিং ও বডি বিল্ডিং-এর প্রতিযোগীদের এই মেগা ইভেন্টে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মতে দুর্গাপুর “স্পোর্টস কার্নিভাল”, খেলোয়াড় বা প্রতিযোগীদের জন্য এক স্বপ্নের প্ল্যাটফর্ম। যেখানে একাধারে প্রতিযোগীরা যেমন নিজেদের সেরাটা সকলের সামনে তুলে ধরতে পারবেন অন্যদিকে তেমনি রাজ্যের সেরাদের সঙ্গে নিজের পারফরম্যান্স যাছাই করে নিতে পারবেন। যা তাদের আগামী দিনে এগিয়ে যেতে তথা আরও উচ্চ জাতীয় বা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেতে সাহায্য করবে।
“দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল”-এ প্রতিযোগীদের অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন বা নাম নথিভুক্ত করতে হবে। তার জন্য যোগাযোগ করতে হবে সিধুকানু স্টেডিয়ামে, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের অফিসে।