eaibanglai
Homeএই বাংলায়ইস্পাত নগরীর বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ, পথে নামল তৃণমূল

ইস্পাত নগরীর বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ, পথে নামল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর শহর পরিচিত তার ইস্পাত নগরীর জন্য। কিন্তু দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ইস্পাত নগরীর ন’নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ এভিনিউ থেকে হর্ষবর্ধন এভিনিউ সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার হাল বেহাল। রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের হাতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকলেও বিষয়টি নিয়ে তারা উদাসীন বলে অভিযোগ নগরীর বাসিন্দাদের। অভিযোগ একে বেহাল রাস্তা তার উপর বর্ষণের জেরে তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। যাতায়াতের নামে প্রতিদিন মানুষ যন্ত্রণায় ভুগছে। এলাকাবাসীর দাবি একাধিকবার কর্তৃপক্ষককে জানিয়েও কোন কাজ হয়নি। ক্ষুব্ধ এলাকাবাসী তাই রবিবার সকাল থেকে নেমে পড়েন পথে। পথ চলতি মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালান তারা। আর তাদের এই অভিযানকে সমর্থন করে এলাকাবাসীর পাশে দাঁড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগের নেতৃত্বে জোরকদমে চলে স্বাক্ষর সংগ্রহ অভিযান ।

পল্লব নাগ বেহাল রাস্তা প্রসঙ্গ তুলে বলেন, “রাস্তা বানালেও তিন–চার মাসের মধ্যে ভেঙে পড়ে। আমরা তাই আন্দোলনে নেমেছি। মানুষের স্বাক্ষর নিয়ে নগর নিগমে জমা দেবো। নগর নিগম কর্তৃপক্ষক ইস্পাত কারখানা কর্তৃপক্ষের হাতে তা তুলে দেব ও রাস্তা সংস্কারের দাবি জানাবে।”

অন্যদিকে পথে নেমে আন্দোলনে যোগ না দিলেও ইস্পাত নগরীর বেহাল রাস্তা নিয়ে সরব হয়েছে বিরোধী বিজেপি’ও। জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “রাস্তার দায় এড়াতে পারবে না কেউ। ইস্পাত কারখানার সঙ্গে দুর্গাপুর নগর নিগম ও আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদকেও জবাবদিহি করতে হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments