eaibanglai
Homeএই বাংলায়বিশ্ববিদ্যালয় ভবনের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দুর্গাপুরের ছাত্রী

বিশ্ববিদ্যালয় ভবনের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দুর্গাপুরের ছাত্রী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নদিয়ার হরিণঘাটার ম্যাকাউট (মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)-এর পাঁচ তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে দুর্গাপুরের এক ছাত্রী আত্মহনন করেছেন বলে অভিযোগ উঠল। এমটেকের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন ওই ছাত্রী। অভিযোগ পরীক্ষা চলাকালীন শিক্ষকের হেনস্থার শিকার হয়ে আত্মহননের পথ বেছে নেয় ওই ছাত্রী। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতিরও অভিযোগ করেছেন পড়ুয়ারা। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুল্যান্স থাকা সত্ত্বেও প্রায় ৪০ মিনিট ধরে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই ছাত্রী।

মৃত ছাত্রীর নাম সায়নী সেন, দুর্গাপুরে বাড়ি। সোমবার তার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা চলছিল। তার সহপাঠীদের একাংশের দাবি পরীক্ষা চলাকালীন এক শিক্ষক তাকে হেনস্থা করেন। পরীক্ষা শেষ হওয়ার পর সে বিশ্ববিদ্যালয় ভবনের পাঁচতলা থেকে ঝাঁপ দেয়। অভিযোগ ওই শিক্ষকের ব্যবহারে অপমানিত হয়ে আত্মহত্যা করেছেন সায়নী।

সায়নীর সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জানিয়েছেন সোমবার সন্ধ্যায় ভারী কিছু পড়ার শব্দ পেয়ে তারা ছুটে গিয়ে দেখেন সায়নী মাটিতে পড়ে রয়েছে, চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। পড়ুয়াদের দাবি সেই সময় সায়নীর শ্বাস চলছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুল্যান্স থাকলেও তা পাওয়া যায়নি। এমনকি রেজিস্ট্রারকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এরপরই বিশ্ববিদ্যালয়ের অদূরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ম্যাকাউটের পড়ুয়াদের একাংশ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সায়নীকে উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পড়ুয়াদের কেউ কেউ মনে করছেন সময়মতো সায়নীকে হাসপাতালে নিয়ে যাওয়া গেলে সে বেঁচে যেত। ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ি করে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা।

যদিও নকল করতে গিয়ে ধরা পড়ার পরে পাঁচতলা থেকে ওই ছাত্রী ঝাঁপ দেন বলে, দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনার সময় অ্যাম্বুল্যান্স চালকেরা বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত না থাকায় অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি বলে, এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গাফিলতি শিকার করে নেওয়া হয়েছে।

তবে সকলের নজর এড়িয়ে কীভাবে ওই ছাত্রী পাঁচতলায় পৌঁছে গেলেন তা নিয়ে ধন্ধ কাটেনি। ঘটনার তদন্তে নেমে মৃতার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে পুলিশ।

অন্যদিকে সোমবার রাত থেকে চলা ছাত্রবিক্ষোভের জেরে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত দিন কয়েক আগেই বিভাগীয় প্রধান অধ্যাপিকার সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের ‘বিয়েকাণ্ড’ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ম্যাকাউট-এ। এবার ছাত্রীর আত্মহত্যা নিয়ে ফের বিতর্কে হরিণঘাটার এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments