eaibanglai
Homeএই বাংলায়শিব সেবায় দুর্গাপুরের পড়ুয়া সংগঠন

শিব সেবায় দুর্গাপুরের পড়ুয়া সংগঠন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “জীবে দয়া নয় সেবা, শিবজ্ঞানে জীবসেবা”। ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই উক্তিকে শিরোধার্য করেই দেশ জুড়ে সেবা ভাবনায় নতুন জোয়ার এনেছিলেন সেদিনের তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তরুণ, যুবক, কিশোর তথা নতুন প্রজন্মের প্রতি তাঁর বার্তা ছিল শিব রূপী জীবকে সেবা করা। সেই বার্তাই যেন প্রতিফলিত হতে দেখা গেল ওদের মধ্যে। ওরা মানে দুর্গাপুরের পড়ুয়াদের নিয়ে তৈরি সংগঠন স্টুডেন্টস সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দীপাবলির ছুটিতে যখন ওদের বসয়ীরা নতুন জামা, খাওয়া দাওয়া আর বাজি পোড়ানোয় ব্যস্ত তখন এই সংগঠনের স্কুল পড়ুয়া সদস্যদের দেখা গেল শিব পুজো অর্থাৎ জীব সেবায় ব্যস্ত থাকতে।

শনিবার এই সংগঠনের পক্ষ থেকে দীপাবলির উপহার হিসেবে দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত অমৃতা কলোনির দুঃস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। যেখানে প্রায় ৩০০ জনের মধ্যে বস্ত্র ও খাবার প্যাকেট (বিরিয়ানি) বিতরণ করা হয়। সংগঠনের সদস্যদের মধ্যে এদিন উপস্থিত ছিল সুপ্রতিম সাহা, সৌমিত চ্যাটার্জী, অদৃত ভৌমিক, অনিক চক্রবর্তী, সায়ন্তনী দাস, পৃথ্বিশ মাইতি, কুশল তিওয়ারি, আনাগ নাথ,সৌভিক রায়,অজিতেশ দাশগুপ্ত প্রমুখ।

সংগঠনের কিশোর সদস্যরা জানায় সমাজের কিছু দায়িত্বশীল মানুষ, অভিভাবক, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও বন্ধু বান্ধবদের সহযোগিতায় এই সেবামূলক কাজটি করতে তারা সমর্থ হয়েছে। তাঁদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আগামী দিনে সামাজের বিভিন্ন ক্ষেত্রের আরও বেশী মানুষের সহযোগিতার আহ্বানও জানিয়েছে এই পড়ুয়ারা। যাতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও বৃহৎ আকারে সমাজের দুঃস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে পারে তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments