eaibanglai
Homeএই বাংলায়ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে ছাত্র-ছাত্রীদের মিছিল

ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে ছাত্র-ছাত্রীদের মিছিল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সাধারণ ওষুধ সহ জীবন দায়ী ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিল করলো।

এদিনের প্রদিবাদ মিছিল নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সম্পাদক শুভজ্যোতি মজুমদার ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দেগে বলেন, “যে সব ওষুধ কোম্পানি বিদেশে ওষুধ তৈরির ছাড়পত্র পায়নি, ২০২৪-এর লোকসভা নির্বাচনের সময় এই বিজেপি সরকার ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে সেই সব ওষুধ কোম্পানি গুলির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে ওষুধ তৈরির ছাজডপত্র দিয়েছিল। আর যে সব কোম্পানিগুলো মোদী তথা বিজেপিকে টাকা দিয়েছিল তারাই আজ ওযুধের দাম বৃদ্ধি করে সেই টাকা সাধারণ মানুষের কাছ থেকে তুলছে। যার ফলে ভারত তথা পশ্চিমবঙ্গের মানুষের অবস্থা মরণাপন্ন। এর প্রতিবাদে ও বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে আজ আমরা পথে নেমেছি।”

এদিনের মিছিলটি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে অমরাবতী মোড় প্রদক্ষিণ করে আবার মহাবিদ্যালয়ে এসে শেষ হয়। এদিনের মিছিলে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় ছাড়াও মাইকেল মধুসূদন কলেজ ও আইটিআই কলেজের ছাত্র ছাত্রীরাও পা মিলিয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments