eaibanglai
Homeএই বাংলায়শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে দুর্গাপুরে ধিক্কার দিবস পালন

শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে দুর্গাপুরে ধিক্কার দিবস পালন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে ও যোগ্য শিক্ষকদের ন্যায্য চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হল এস ইউ সি আই। শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে এস ইউ সি আই পশ্চিমবঙ্গ জেলা কমিটির সদস্য সূচেতা কুণ্ডুর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি করে প্রতিবাদে সরব হন দলের কর্মী সদস্যরা।

সূচেতা কুণ্ডু জানান, গতকাল আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের বর্বরোচিত আচরণের প্রতিবাদে এস ইউ সি আই-এর পক্ষ থেকে আজ সারা রাজ্যজুড়েই ধিক্কার দিবস পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের সব ছোট বড় শহরে। তাঁদের দাবি গতকালের ঘটনায় আন্দোলনরত অনেক শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মীদের কঠিন শাস্তি দিতে হবে। সর্বোপরি অযোগ্য ও যোগ্যদের তালিকা প্রকাশ করে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত নেতা মন্ত্রীদের শাস্তি দিতে হবে। শিক্ষা ব্যবস্থায় যে অচলাবস্থার চলছে তা দূর করতে হবে।

প্রসঙ্গত বৃহস্পতিবার সকাল থেকেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিকাশ ভবনের সামনে। বেলা ১২টায় তাঁরা বিকাশ ভবন অভিযানের ডাক দেন এবং দফতর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। চাকরি ফিরিয়ে দেওয়া না পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়ে দেন আন্দোলনকারীরা। এরপর রাতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। যদিও শুক্রবার পুলিশ দাবি করেছে বিকাশ ভবনের কর্মীদের বাইরে বার করতেই বলপ্রয়োগ করা হয়েছিল। এমনকি প্রোটোকল মেনেই লাঠিচার্জ করা হয়েছে বলেও দাবি করে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments