eaibanglai
Homeএই বাংলায়"নরেন্দ্র মোদিকে চেয়ার থেকে টেনে নামাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়" দুর্গাপুরের সভা থেকে আক্রমণ...

“নরেন্দ্র মোদিকে চেয়ার থেকে টেনে নামাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়” দুর্গাপুরের সভা থেকে আক্রমণ তৃণমূল নেতার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নরেন্দ্র মোদিকে চেয়ার থেকে টেনে নামাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার।

দেশের ১১টি রাজ্যের পাশাপাশি রাজ্যেও চলছে আসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া। ইতিমধ্যেই খড়সা ভোলিকা প্রকাশিত হয়েছে। যাতে বাদ পড়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। এদিকে রাজ্যে এসআইআর চালু নিয়ে প্রথম থেকেই বিরোধীতা করে আআসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ভোটের রাজনীতি করতেই রাজ্যে এসআইআর চালু করা হয়েছে। নির্বাচন কমিশনের মদতে রাজ্যের বৈধ ভোটারদের অবৈধ করার চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার। এসআইআর-এর প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। শনিবার দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে অনুষ্ঠিত হয় আসআইআরের বিরোধিতায় কর্মসূচি। এই কর্মসূচিতে আয়োজিত সভার নেতৃত্ব দেন রাজ্য তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা।

সভা থেকে সুদীপ বলেন, “রাজ্যের মানুষকে বিপাকে ফেলার চক্রান্ত করছে কেন্দ্রীয় বিজেপি সরকার। বন্দে মাতারামকে অপমান করছে ওরা। এসআইআর করে বহু নিরীহ মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিল। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আন্দোলন করছি। যোগ্য ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চেষ্টা চলছে কিন্তু আমরা তা হতে দেব না। আমরা বাংলার প্রতিটি মানুষের পাশে আছি।”

এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, যুব সভাপতি পার্থ দেওয়াসী, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন ধর্মেন্দ্র যাদব, দুই নম্বর ব্লকের সভাপতি শিফুল সাহা, তিন নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি ঋত্বিক রায়, রাজু সিং প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments