নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- শিল্পাঞ্চলের সব থেকে বড় সংগীত প্রতিযোগিতা হিসেবে লাগাতার “দুর্গাপুর সুপার সিঙ্গার”,সুনাম রয়েছে রাজ্য তথা দেশ জুড়ে। তৃতীয় বছরে “দুর্গাপুর সুপার সিঙ্গার” সিজন-৩ জন্য অডিশনের দিন প্রকাশ পেল। আগামী ১৩ই নভেম্বর সকাল ৮টা থেকে দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে “দুর্গাপুর সুপার সিঙ্গার” সিজন-৩ অডিশন প্রক্রিয়া। উল্লেখ্যঃ “দুর্গাপুর সুপার সিঙ্গার” প্রতিযোগিতা গত কয়েক বছরে শিল্পাঞ্চলের উদীয়মান সংগীত শিল্পীদেরকে আন্তর্জাতিক স্তরে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে। এই সংগীত প্রতিযোগিতায় নিরপেক্ষতা, গানের কৌশল, ও শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন খুঁটিনাটি দিক বিচার করে শিল্পাঞ্চলের হীরের টুকরো সব উদীয়মান গায়ক-গায়িকাদের সম্মানিত করে এসেছে। শিল্পাঞ্চল দুর্গাপুর তথা রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বহু প্রতিযোগী ইতিমধ্যেই তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ফেলেছেন।
একটি সূত্র মারফত জানা গেছে গত কয়েক বছরের তুলনায় এ বছর “দুর্গাপুর সুপার সিঙ্গার” সিজন ৩, গৌরব ও বিস্তার সমগ্র রাজ্য তথা দেশের মানুষকে গর্বিত করবে। “দুর্গাপুর সুপার সিঙ্গার” সিজন ৩, অডিশন হবে আগামী ১৩ই নভেম্বর দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। “দুর্গাপুর সুপার সিঙ্গার” এর ফাইনাল অনুষ্ঠিত হবে সৃজনী প্রেক্ষাগৃহে আগামী ১৬ই নভেম্বর। “দুর্গাপুর সুপার সিঙ্গার” প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কোন টাকা পয়সা লাগে না। শুধু উদীয়মান সংগীত শিল্পীদের প্রতিভাকে তুলে ধরে রাজ্য তথা দেশের সংগীত জগতে। সংগীত জগতে সারা বিশ্বের কাছে নিজেকে এক সংগীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে অবশ্যই “দুর্গাপুর সুপার সিঙ্গার” অডিশনে এসে নিজের সংগীতের প্রতিভা পরিবেশন করবেন সবায়। নিজেদের প্রতিভাকে তুলে ধরতে ও ভবিষ্যতের “দুর্গাপুর সুপার সিঙ্গার” হতে যোগাযোগ করুন এই নম্বরে গুলিতে এখনি ।