নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ‘সুর সঙ্গম’ সংস্থার উদ্যোগে বিজয়া সম্মিলনী উপলক্ষে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান আয়োজিত হলো-১৭ ই অক্টোবর সন্ধ্যায়। সম্মেলক কণ্ঠে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্য-শিল্পী বৃন্দ। আমন্ত্রিত বিশিষ্ট সংগীত শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকনা ভৌমিক, মধুমিতা মিত্র, সংস্থার সদস্য সোমা দে রায়চৌধুরী, আত্রেয়ী দাস, প্রদ্যুৎ রায় সহ উল্লেখযোগ্য সংখ্যক শিল্পীরা সংগীত (একক) পরিবেশন করেন। যন্ত্র সংগীত সহযোগিতায় ছিলেন- সমীর রায়, নির্মল চক্রবর্তী, সুপ্রিয় চক্রবর্তী প্রমুখ। উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন প্রাক্তন পুরমাতা মনি দাশগুপ্ত, আয়োজক সংস্থার সহ সভাপতি তরুণ কুমার চট্টোপাধ্যায়, সম্পাদক চম্পক রায়চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ এবং নৈশাহারে আপ্যায়িত করা হয় এবং বিশিষ্টজনদের সম্বর্দ্ধিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন- কুন্তলী বক্সী।





