নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত নগরীর স্বরবাক সাংস্কৃতিক সংস্থার সপ্তম বার্ষিক অনুষ্ঠান পালিত হল ১৫ ই মার্চ সন্ধ্যায় স্থানীয় দেশবন্ধু ভবন প্রেক্ষাগৃহে। স্বরবাক মূলত বাচিক শিল্পীদের সমন্বয়ে গঠিত সংস্থা এবং এর পরিচালক স্বনামধন্য বাচিক শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়। তাঁর পরিচালনায় শিল্পীরা আবৃতি, শ্রুতি নাটক ইত্যাদির একাধিক মনোগ্রাহী পরিবেশন উপহার দিলেন।
এছাড়াও ছিলেন আমন্ত্রিত বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক পরিবেশিত রবীন্দ্র সংগীত, সঙ্গীতায়ন সংগীত বিদ্যালয়, সৃষ্টি কালচারাল ড্যান্স একাডেমি, ছন্দনীড় ইত্যাদি সংস্থার উল্লেখযোগ্য নিবেদন।
স্বরবাক -এর শিল্পী সদস্য শ্রাবন্তী সাহা, নন্দিনী বন্দ্যোপাধ্যায়, অদ্রিজা, কাঞ্চন এবং অন্যান্য সদস্যদের সুশৃংখল টিমওয়ার্ক প্রশংসনীয়। সংস্থার সভাপতি ড: রুনু মুখোপাধ্যায়, সহ-সভাপতি দীপক চট্টোপাধ্যায় প্রমুখের ভূমিকা ও ছিল উল্লেখ করবার মতো।





