eaibanglai
Homeএই বাংলায়চোখে কাপড় বেঁধে 'টি-টোয়েন্টি' খেললেন দুর্গাপুরের সাংসদ

চোখে কাপড় বেঁধে ‘টি-টোয়েন্টি’ খেললেন দুর্গাপুরের সাংসদ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে চোখে কাপড় বেঁধে ‘টি-টোয়েন্টি’ খেললেন সাংসদ তথা ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। সাংসদ কীর্তি আজাদের এই কীর্তিতে হতবাক সবাই।

প্রসঙ্গত শনিবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেনে শুরু হতে চলেছে আইপিএল-২০২৫। যা নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে দেশজুড়ে। আর এই আইপিএল আবহেই এদিনই শিল্পনগরীর ৫নম্বর ওয়ার্ডের কাশীরাম মাঠে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছিল ‘টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতা’। এদিন সাত সকালেই দৃষ্টিহীনদের এই খেলার উদ্বোধন করতে মাঠে পৌঁছে যান সাংসদ। তবে শুধু খেলার উদ্বোধন করেই ক্ষান্ত থাকেননি বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। ব্লাইন্ড ক্রিকেটারদের সহমর্মী হতে নিজেও চোখে কাপড় বেঁধে ক্রিকেট ব্যাট হাতে মাঠে নেমে পড়েন তিনি।

এদিন সাংসদ বলেন, “আজকে যা শিখলাম জীবনে কোনদিন শিখিনি। দৃষ্টিহীনরাও এগিয়ে যাচ্ছে। ওরাও লড়াই করে বাঁচতে জানে। অন্যদের কাছে ওঁরা অনুপ্রেরণা। আমি ওদের সাথে এই খেলায় অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমরা ওদের পাশে দাঁড়াবো প্রত্যেক মুহূর্তে।”

অন্যদিকে উদ্যোক্তারা জানান দৃষ্টিহীনদের নিয়ে বিশেষ কিছু করতে চাইছিলেন তাঁরা। যাতে জীবনে চলার পথে এগিয়ে যেতে ওঁরা আরও উৎসাহ পায়। এই অভিনব টি-টোয়েন্টি প্রতিযোগিতার আয়োজন।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments