সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দুর্গাপুরে জাতীয় সড়কে অ্যাসিডের ট্যাঙ্কার উল্টে আতঙ্ক ছড়াল। ঘটনা মঙ্গলবার ভোরের। মুচিপাড়া উড়ালপুল সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, বিহার থেকে কলকাতা যাচ্ছিলো হাইড্রোক্লোরিক ভর্তি ওই ট্যাঙ্করটি। দুর্গাপুরের মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ট্যাংকরটি। নিমেষে ট্যাঙ্কার থেকে বেরোনো গ্যাসের ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। খবর পেয়ে এলাকায় ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। জল ছিটিয়ে গ্যাস বেরোনো আটকাতে চেষ্টা করেন দমকল কর্মীরা। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।
অন্যদিকে এই দুর্ঘটনার পরই সুরক্ষার কথাা মাথায় রেখে জাতীয় সড়কের আসানসোল ও বর্ধমান গামী লেনে সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে ক্রেন এনে ট্যাঙ্কারটি সড়ক থেকে সড়ানোর ব্যবস্থা করে পুলিশ। এরপর যানচলাচল স্বাাবিক হয়।





