নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের অভিজাৎ এলাকা সিটিসেন্টারে রোমহর্ষক চুরির ঘটনা। চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার নগদ ও সোনা রুপোর গয়না সহ প্রায় কোটি টাকার সামগ্রী। ঘটনায় গ্রেফতার বাড়ির পরিচারিকার মেয়ে তথা পালিত কন্যা ও তার বান্ধবী।
জানা গেছে চাকরি সূত্রে ভিন রাজ্যে থাকেন সিটিসেন্টারের আলাউদ্দিন খাঁ বীথি এলাকার বাসিন্দা পেশায় ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার। সিটিসেন্টারের তিন তলার বাড়িতে থাকেন সঞ্জীববাবুর বাবা, মা আর স্ত্রী। গতকাল সঞ্জীববাবুর স্ত্রী কিছু সময়ের জন্য বাজারে বেরিয়ে বাড়িতে ফিরে দেখেন আলমারি থেকে নগদ-২ লক্ষ টাকা,২৫ ভরি সোনা ও ১ কেজি রুপোর গয়না গায়েব। সঙ্গে সঙ্গে তিনি দুর্গাপুর থানার সিটিসেন্টার ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্তে নেমে বাড়ির পালিত কন্যা দীপা শর্মাকে ওরফে দীপুকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তদন্তের মোড় ঘুরে যায়। পুলিশ জানতে পারে দিল্লি থেকে সম্প্রতি দীপা তার বন্ধু দীপা যাদবকে ডেকে পাঠায়। সে দুর্গাপুরের একটি হোটেলে ওঠে। তারা দুজনে মিলেই চুরির পরিকল্পনা করে এবং টাকা ও গয়না ট্রলি ব্যাগে ভরে দীপু বন্ধু দীপা যাদবের হাতে তুলে দেয়। সেই ব্যাগ নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় দীপা। পুলিশ তৎক্ষণাৎ দীপার ফোন লোকেশন ট্র্যাক করে দুর্গাপুর স্টেশনে হানা দিয়ে দীপাকে চুরি যাওয়া সামগ্রী সহ গ্রেফতার করে। দুই দীপাকে গ্রেফতার করে শুক্রবার দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে দীপা শর্মা ওরফে দীপু দিল্লিতে কাজ করে। সেই সূত্রে দীপা যাদবের সঙ্গে পরিচয়।
অন্যদিকে সঞ্জীববাবুর পরিবার সূত্রে জানা গেছে অভিযুক্ত দীপা তাদের পরিচারিকার মেয়ে। ১১ বছর বয়স থেকে সে ওই বাড়িতে পালিত কন্য়ার মতোই বড় হয়েছে। তাকে ভালোবেসে পরিবারের লোকজন সময়ে সময়ে তার চাহিদাও পূরণ করেছে। কখনও দামি মোবাইল, দামি জামা কাপড় আবার কখনও দামি সাইকেল কিনে দিয়েছেন। সে যে এতবড় চুরির ঘটনা ঘটাবে ভেবে পাচ্ছেন না পরিবারের লোকজন।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, “সিটিসেন্টারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এর আগে কখনো এতবড় চুরির ঘটনা ঘটেনি।”





