নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শহরে একের পর এক ঘটে যাওয়া চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোকওভেন থানার পুলিশ। এক রিসিভারকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার হয়েছে চুরি যাওয়া প্রায় ৬০টি মোবাইল ফোন ও ১৬ টি টু-হুইলার। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনাররেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা কোকওভেন থানায় একটি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম উজ্জ্বল প্রামাণিক, তিনি কোকওভেন থানা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি এই ব্যক্তি চোরাই জিনিস কিনে তা বিক্রি করত। এই চোরাই কারবারের বিষয়ে আরও তথ্য জানতে ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
এদিন ডিসিপি অভিষেক গুপ্তা জানান শহরের একের পর এক চুরির ঘটনার তদন্তে নেমে তাঁরা জানতে পেরেছেন বেশিরভাগ ক্ষেত্রে নেশার টাকা জোগার করতে সামান্য টাকার জন্য এইসব চুরির ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে তরুণ ও যুবকেরা। তাই তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে শহরের চুরির ঘটনা মোকাবিলা করতে চাইছে পুলিশ কমিশনারেট। এইসব যুবকদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হচ্ছে। গত তিন চার মাস ধরে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে পুলিশ কমিশনারেট। ইতিমধ্যেই ধৃতদের পরিবারের অনুমতি নিয়ে প্রায় ২০-২৫ জনকে বিভিন্নি রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন কেন্দ্রে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনেও এই উদ্যোগ জারি থাকবে বলে তিনি জানান।
অন্যদিকে এদিন উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টু-হুইলারগুলির মালিকদের খোঁজ করে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বাস দেন ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা।