নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ঘরে ঢুকে চুরির চেষ্টা। সোনার হার, আংটি ছিনিয়ে পালানোর সময় গৃহস্থ বাড়ির তরুণীর হাতে ধরা পড়ে গেল চোরবাবাজীবন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালীগঞ্জ বিবেকানন্দ পার্ক এলাকায়। পরে ওই দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে রবিবার ভোর ৪:৪৫ নাগাদ এই ঘটনা ঘটে। বাড়ির ছাদের দরজার ফাঁক দিয়ে ছিটকিনি খুলে দুই দুষ্কৃতীতে বাড়িতে ঢোকে। বাড়িতে তখন দুই ভাই বোন ছিলেন। দুজনেই ঘুমাচ্ছিলেন। চোরেরা থান ইট নিয়ে ভয় দেখিয়ে তরুণীর গলার সোনার হার ও আংটি ছিনিয়ে নেয়। সেই সময় একজন ইটটি মাটিতে রাখলে সেই সুযোগে তরুণী ওই ইটি দিয়ে এক দুষ্কৃতীর মাথায় আঘাত করে। এরপর ভয় পেয়ে দুজনেই চম্পট দেওয়ার চেষ্টা করে। কিন্তু একজনকে ধরে ফেলেন তরুণী এবং চিৎকার করতে থাকেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে যান ও দুষ্কৃতীকে ধরে ফেলেন। ওই দুষ্কৃতীকে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর দেওয়া হয় পুলিশে। পরে নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশ পৌঁছলে তাদের হাতে দুষ্কৃতীকে তুলে দেয় এলাকাবাসী।
অপরদিকে জানা যায় এই একই দিনে জানালা দিয়ে ফোন চুরির ঘটনা ঘটে মাত্র ঘটনাস্থল থেকে ২কিমি দূরে। যদিও সেখানেও ধরা পরে যায় চোর। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
দুটি ঘটনারই তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধান নগর ফাঁড়ির পুলিশ।