নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশ। চুরি যাওয়া এলাকার পাড়া থেকে গ্রেফতার তিন প্রতিবেশী। উদ্ধার চুরি যাওয়া সামগ্রী। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বর মাসের ২৬ তারিখ দুর্গাপুরের বেনাচিতির অন্নপূর্ণা নগরের বাসিন্দা প্রেম কুমারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। তিনি বাড়িতে তালা বন্ধ করে আত্মীয়র বাড়িতে গেছিলেন। চলতি বছরের ৩ তারিখ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির আলমারি ভাঙা। উধাও নগদ কুড়ি হাজার টাকা, সোনা রুপোর অলংকার সহ বাসন পত্র। এরপরই তিনি দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। দুর্গাপুর থানার সাব ইন্সপেক্টর নাজমুল হুদার নেতৃত্বে চলে তদন্ত। তদন্তের ভিত্তিতে উঠে আসে ওই এলাকারই (অন্নপূর্ণা নগর) তিনজনের নাম। এবং এলাকার তিন বাসিন্দা মনিশ প্রসাদ, ছোট্টু গরাই ও দিলীপ সাউ তিনজনকে গ্রেফতার করে তাদের জেরা করে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
এদিকে দ্রুত চুরির ঘটনার দ্রুত তদন্ত হওয়ায় ও চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে খুশি বাড়ি মালিক প্রেম কুমার পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ,”অত্যন্ত তৎপরতার সাথে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। কিন্তু যারা গ্রেপ্তার হচ্ছে তারা সকলেই আমাদের পাড়ার। তারা যে চুরি করতে পারে সেটা ভেবেই অবাক লাগছে।”


















