নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আরও একটা বছরকে বিদায় জানিয়ে শুরু হল নতুন বছর। পাশাপাশি আজই আবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের আজকের দিনেই পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছিল নতুন দল তৃণমূল কংগ্রেস। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়ে গত প্রায় এক যুগ ধরে রাজ্যের শাসক দলের ভূমিকায় এই দল। আজ দলের ২৭ তম প্রতিষ্ঠা দিবসে রাজ্য জুড়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে দলের তরফে। দুর্গাপুরে আয়োজন করা হয়েছিল বিশেষ কর্মসূচি। এদিন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল মিষ্টি তুলে দেওয়া হয়। রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার নিজে রোগীদের হাতে এই উপহার তুলে দিয়ে সকলের আরোগ্য কামনা করেন। পাশাপাশি নার্স ও চিকিৎসাকর্মীদেরও শুভকামনা জানান।
এদিনের কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী, জেলা তৃণমূলের যুব সভাপতি পার্থ দেওয়াসী, ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যা সহ দলের স্থানীয় নেতৃত্বরা ।