নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল দুর্গাপুরে ১৫ নম্বর ওয়ার্ডের ধুনরা প্লট এলাকায়। ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কের গোষ্ঠীর সাথে ওয়ার্ড তৃণমূল যুব সহ সভাপতির গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। পরে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে দলীয় ব্যানার লাগানোকে কেন্দ্র করে দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রসঙ্গত, ধুনরা প্লট এলাকায় রয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কের গোষ্ঠী লোকজন দলীয় কার্যালয় একটি ব্যানার লাগায়। সেই ব্যানারের ব্লকের উল্লেখ করা হয়। যা নিয়ে আপত্তি তুলে ওয়ার্ডের যুব সহ-সভাপতির লোকজন পাল্টা একটি ব্যানার লাগায় বলে অভিযোগ। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
য়ার্ডের যুব সহ-সভাপতি লালটু ধীবরের অভিযোগ, কার্যালয়ে প্রথম থেকে ১৫ নম্বর ওয়ার্ড লেখা থাকতো। সেই জায়গায় ব্লকের নাম উল্লেখ করা হয়। কোন ওয়ার্ডেই ব্লকের নাম উল্লেখ করা হয় না। আমরা তার প্রতিবাদ করায় হামলা চালায় গৌরাঙ্গ বাগদী বিট্টু সান্যাল সহ বহিরাগতরা।
অন্যদিকে ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ বাগদি পাল্টা দাবি করে বলেন, “আমরা একটি ব্যানার লাগিয়েছিলাম, তাতে দু’নম্বর ব্লক ১৫ নম্বর ওয়ার্ড লেখা ছিল। কিন্তু মুখোশধারী তৃণমূল নেতারা বলেছিল দু’নম্বর ব্লক লেখা যাবে না। হঠাৎ দেখছি আমাদের দেওয়া সেই ব্যানারের ওপর মুখোশধারীরা আরো একটি ব্যানার লাগিয়ে দিয়েছে। আমরা প্রতিবাদ করায় আমাদের উপর চড়াও হয় ওই মুখোশধারীদের দলবল।”





