নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত দেড় দশকের তৃণমূল জমানায় রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরতে পাঁচালির সুরে গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর যার নাম রাখা হয়েছে ‘উন্নয়নের পাঁচালি’। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ‘উন্নয়নের পাঁচালি’ ভোটের লড়াইয়ে শাসক দলের অন্যতম হাতিয়াড়। এবার এই ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে নতুন কর্মসূচি ‘উন্নয়নের সংলাপ যাত্রা’ শুরু করেছে শাসক দল।
দুর্গাপুরেও শুরু হয়েছে এই কর্মসূচি। পাড়ায় পাড়ায় দলীয় পতাকা কাঁধে নিয়ে উন্নয়নের পাঁচালী তুলে ধরছেণ তৃণমূল নেতৃত্ব। শনিবার ‘উন্নয়নের সংলাপ’কে সামনে রেখে পথে নামে তৃণমূল। দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের ৬টি বুথে বিভিন্ন প্রান্তে চলে এই কর্মসূচি। পাড়ায় পাড়ায় উন্নয়নের পাঁচালী গাইতে দেখা যায় মহিলা তৃণমূলের নেতৃত্বদের। তৃণমূলের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী বলেন,”বাংলার উন্নয়নের খতিয়ান আমরা তুলে ধরছি। মানুষ সাড়া দিচ্ছে। মহিলারা আমাদের সাথে গলা মেলাচ্ছে। বিজেপি বলছে মিথ্যা পাঁচালী। কিন্তু ওদের কথায় কান দিচ্ছে না বাংলার কোন মানুষ। বাংলার সরকারের উন্নয়ন দেখে বিজেপি ভুলভাল কথা বলছে। ২০২৬-এ চিরতরে বিদায় হয়ে যাবে ওরা।”
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বরা। তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এই উন্নয়ন সংকল্প যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


















