eaibanglai
Homeএই বাংলায়ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে তৃণমূলের মিছিল

ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে তৃণমূলের মিছিল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার তৃণমূলের এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো দুর্গাপুরের শংকরপুর এলাকায়। মিছিলে পা মিলিয়েছিলেন প্রায় কয়েকশো মানুষ। মিছিলটি শংকরপুর মোড় থেকে শুরু হয়ে শংকরপুর গ্রামে গিয়ে শেষ হয়। পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।

প্রসঙ্গত দেশজুড়ে ৭৪৮ টি নিত্য প্রয়োজনীয় ঔষধের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দুই দিনের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যের প্রতিটি জেলায় ব্লকে ব্লকে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “নিত্য প্রয়োজনীয় ওষুধ সহ সকল প্রকার দ্রব্যের মূল্য বৃদ্ধিতে, সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমন অবস্থা যে জ্বর হলেও নামমাত্র প্যারাসিটামল কেনার ক্ষমতা থাকবে সাধারণ মানুষের। আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি, আন্দোলন চলবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments