eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের দুটি কমিটি ঘোষণা

দুর্গাপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের দুটি কমিটি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের দুটি কমিটি ঘোষণা হল শনিবার। দুর্গাপুর স্টিল প্লান্ট মজদুর ইউনিয়ন ও দুর্গাপুর স্টিল প্লান্ট ঠিকা শ্রমিক কংগ্রেস। তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাসভবন থেকে দুটি কমিটির তালিকা প্রকাশ করেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারও।

দুর্গাপুর স্টিল প্লান্ট মজদুর ইউনিয়নে নতুন কমিটিতে ৪১ জন স্থান পেয়েছেন। অন্যদিকে দুর্গাপুর স্টিল প্লান্ট ঠিকা শ্রমিক কংগ্রেসের নতুন ট্রেড ইউনিয়ন কমিটিতে ৪৯ জন স্থান পেয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কোর কমিটি দুর্গাপুর ইস্পাত কারখানা সহ অন্যান্য কারখানা গুলির ট্রেড ইউনিয়নের কার্যাবলী দেখভাল করছিল। যা নিয়ে শ্রমিক সংগঠনের সদস্যদের মধ্যেই ক্রমশ অসন্তোষ প্রকাশ পাচ্ছিল। সম্প্রতি ইস্পাত কারখানায় কোর কমিটির সদস্যদের সামনে বিক্ষোভও দেখিয়েছিলেন দলেরই ঠিকা শ্রমিকরা। তারপরই নতুন করে দুটি কমিটি তৈরি করে তালিকা প্রকাশ করল দলীয় নেতৃত্ব।

কমিটি ঘোষণা করার পর সংগঠনের রাজ্য সভাপতি জানান, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে নতুন কমিটির তালিকা দিয়ে আসবেন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও তিনি নিজে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments