নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার এবিএল এর এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড- এর সমবায় নির্বাচনে জয় লাভ করলো তৃণমূল কংগ্রেস। বিরোধীরা কেউ মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় শাসক দল।
প্রসঙ্গত গতকাল ও আজ, এই দু’দিন মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছিল। কিন্তু এদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বিরোধী দলগুলির কেউ মনোনয়ন জমা দিতে আসেননি বলে খবর। এরপরই বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা। একে অপরকে সবুজ আবির মাখানোর পাশাপাশি মিষ্টি বিলি করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের এই সমবায় নির্বাচনে ২টি আসন তৃণমূলের দখলে ও ১০ টি আসন সিপিএম ও কংগ্রেসের দখলে ছিল। এই সমবায়ে আসন রয়েছে ১২ টি ও ভোটার ১৪৯ জন ।
প্রসঙ্গত উল্লেখ্য গতকালই এ বি এল-এর সমবায় সমিতির ভোটে জয়লাভ করে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এখানেও বিরোধী পক্ষের কেউ মনোনয়ন জমা না দেওয়ায় শাসক দল বিনা প্রতিদ্বন্দবিতায় জয় লাভ করে। এই সমবায় নির্বাচনে আসন সংখ্যা ছিল ১৫টি।





