eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে শতাধিক তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদান

দুর্গাপুরে শতাধিক তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদান

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। হাতে মাত্র কয়েকটা মাস। ভোট যুদ্ধের জন্য ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে দুর্গাপুরে শাসক দলে বড়সড় ভাঙনের দাবি করেছে বিরোধী বিজেপি। তাদের দাবি শহরের শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপি বিধায়কের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন।

বুধবার বিকেলে দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকায় এক বেসরকারি অতিথিশালায় এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পাতাকা তুলে দেন। বিজেপি বিধায়কের দাবি, দুর্গাপুরের ৪০, ৪১, ৪২, ৪৩ নম্বর সহ আশপাশের ওয়ার্ড থেকে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিলেন।

যদিও এই যোগদানের কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। দুর্গাপুর ৩ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহা পাল্টা দাবি করেন, “বিজেপি বিধায়ক দিবা স্বপ্ন দেখছেন। বসে থাকা দলীয় কর্মীদের হাতে ঝান্ডা ধরিয়ে দিয়ে এখন বিজেপিতে তৃণমূল কর্মীদের যোগদানের কথা বলছেন।”

মোটের ওপর এই দলবদলের মাধ্যমে বিধানসভা নির্বাচনকে ঘিরে শিল্প শহরে জোরকদমে শুরু হয়ে গেল রাজনৈতিক তৎপরতা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments