নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হল দুধ বিক্রেতা এক সাইকেল আরোহীর। মৃত সাইকেল আরোহীর নাম তরুণ অধিকারী(৩৮)। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দুর্গাপুর থানার ধুনরা প্লট এলাকায়।
স্থানীয়রা জানান প্রতিদিনের মতো এলাকায় দুধ বিক্রি করতে এসেছিলেন ওই ব্যক্তি। সাইকেল নিয়ে একটি বাড়ির সামনে দুধ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় দ্রুত গতিতে চলা একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুধ বিক্রেতা যুবককে ধাক্কা মারলে তিনি রাস্তার ধারে থাকা নর্দমায় পড়ে যান। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে দুর্ঘটনার সময় টোটো চালককে স্থানীয়রা ধরে ফেললেও সুযোগ বুঝে সে পালায়। পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক টোটোটিকে আটক করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি ওই টোটো চালক মদ্য়প অবস্থায় বেপরোয়াভাবে টোটো চালাচ্ছিলেন, যার জেরেই দুর্ঘটনাটি ঘটে। এমনকি ওই টোটোটির মালিক মহিলা যাতে তাকে দিয়ে টোটো চালান বলেও অভিযোগ স্থানীয়দের। টোটো মালিক ও চালকের শাস্তির পাশাপাশি মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।





