eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ

দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গাপুরে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে “সাউথ বেঙ্গল কিকবক্সিং চ্যাম্পিয়নশীপ ২০২৫”। দক্ষিণবঙ্গের প্রায় ১৫টি জেলার তিনশোর অধিক কিকবক্সিং খেলোয়াড়রা এই টুর্নামেন্ট অংশগ্রহণ করবেন। আগামী ১১ ও ১২ই জানুয়ারি দুদিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্পোর্টস হোস্টেল গ্রাউন্ডে।

এই টুর্নামেন্টের অর্গানাইজিং কমিটি, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সম্পাদক ফিরোজ খান জানান, এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ কারবেন তাদের অনেকেই ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলেছেন। তাই এই প্রতিযোগিতার গুণগত মান অনেকটাই উচ্চস্তরের। পাশাপাশি এই টুর্নামেন্ট দক্ষিণবঙ্গের কিকবক্সারদের জন্য একটি সুবর্ণ সুযোগ বলে দাবি করেন তিনি। কারণ রাজ্যের বা দেশের হয়ে কিকবক্সিং-এ প্রতিনিধিত্ব করার জন্য এখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের কিকবক্সারদের সঙ্গে খেলে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন খেলোয়াড়রা।

এই মেগা স্পোর্টস ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার,আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসিপি অভিষেক গুপ্তা, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল, বিএসএফ এর ডিআইজি অনিল কুমার সিংহ সহ একাধিক বিশিষ্টজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments