eaibanglai
Homeএই বাংলায়বড়দিনে শহরের পথে বৃহন্নলারা

বড়দিনে শহরের পথে বৃহন্নলারা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ওঁদের সাধারণত বিভিন্ন খুশির অনুষ্ঠানে দেখা যায়। শিশুর জন্ম হলে বা বিয়ে ইত্যাদি খুশির বাড়িতে ওঁরা হাজির হন ও নাচ গান করে নবজাতককে বা নবদম্পতি আর্শীবাদ দিয়ে যান। কিন্তু এই বড়দিনের উৎসবে ওঁদের দেখা গেল শহরের পথে, সচেতনতার বার্তি দিতে। এবার পথনিরাপত্তা বিষয়ে সচেতনতার বার্তা দিতে পথে নামলেন বৃহন্নলারা। আসানসোল দুর্গাপুর কমিশনারেট দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত ওসি সতীনাথ শীলের নেতৃত্বে বড়দিনের সকালে চলল এই অভিনব প্রচার অভিযান।

অভিনব পন্থায় সতর্কবার্তা এবং সচেতন বৃদ্ধির জন্য এদিন বৃহন্নলাদের সহযোগিতায় পথে নামে মুচিপাড়া ট্রাফিক পুলিশ। অন্যদিকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের মুচিপাড়া ট্রাফিক পুলিশের হাতে হাত মিলিয়ে সচেতন বার্তা দেন বৃহন্নলারাও।

এদিনের এই অভিনব প্রচারে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেট ডিসি ট্রাফিক ভি জি সতীশ পশুমারথি (আই পি এস), টি আই ফোর সন্তোষ ভকত, ওসি মুচিপাড়া ট্রাফিক গার্ড সতীনাথ শীল। সঙ্গে ছিলেন মুচিপাড়ার ট্রাফিকের আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments