নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে যাঁরা অবিস্মরণীয় হয়ে রায়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন দুর্গাপুরের প্রাক্তন প্রয়াত সাংসদ আনন্দ গোপাল মুখোপাধ্যায়। তাঁর পরিচিতি ছিল গরীবের ত্রাতা ও জনদরদী নেতা হিসেবে। বুধবার তাঁর জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে মিলে গেল সব রাজনৈতিক রং। সব রাজনৈতিক দলের নেতারা একত্রিত হয়ে এদিন তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন।
এদিন ভিড়িঙ্গিতে প্রয়াত আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, বর্ষীয়ান সিপিএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন তাঁর ছেলে তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, পুত্রবধূ তথা নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ শহরের রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্বরা।
মন্ত্রী মলয় ঘটক এদিন বলেন,”আনন্দ গোপাল মুখোপাধ্যায় শুধু মানুষের কাজ করতেন। তাঁর বিরোধীতা করলেও তাঁকে পরাজিত করতে কেউ পারেননি। আজও দুর্গাপুরের মানুষের হৃদয়ে গেঁথে রয়েছেন তিনি।”
এদিন আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে একটি স্মারক পত্রিকাও প্রকাশ করা হয়। এছাড়াও প্রয়াত কংগ্রেস নেতার জন্ম শতবর্ষ উপলক্ষে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, ফুটবল ম্যাচ সহ একাধিক কর্মসূচি নিয়েছে আনন্দ গোপাল মুখোপাধ্যায় মেমোরিয়াল সোসাইটি।
















