নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অসুস্থ মেয়ে কলকাতার হাসপাতালে ভর্তি। তাকে দেখে সোমবার রাতে বাড়ি ফিরছিলেন দুর্গাপুরের কোকওভেন থানার রায়ডাঙা হো চি মিন পল্লীর বাসিন্দা বছর ৩৩ এর মোঃ সাবিব। কিন্তু বাড়ি ফেরা আর হল না। রায়ডাঙা মোড়ের কাছে বেপরোয়া ট্রাকের চাকার তলায় পড়ে মৃত্য়ু হল তার।
অন্যদিকে সোমবার রাতেই এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘাতক ট্রাকটিকে আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ।
স্থানীয়দের অভিযোগ রেল উড়ালপুলের নিচে আলো জ্বলে না। এছাড়া প্রচন্ড গতিতে বাস ট্রাক যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। যার জেরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ওই রাস্তায় দ্রুত লাইট এবং ট্রাফিক ব্যবস্থার দাবি জানান স্থানীয়রা।
পরে সমস্য়া সমাধানের আশ্বাস পেয়ে এলাকাবাসী অবরোধ তুলে নিলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক ও খালাসি পলাতক। তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।





