নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রায় ৫৪ লক্ষ টাকার সামগ্রী নিয়ে উধাও হয়ে যাওয়া লরির তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ৫১ লক্ষ টাকার সামগ্রী। ঘটনায় লরি চালক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানা যায় দুর্গাপুরের একটি বেসরকারি কারখানা থেকে সামগ্রী নিয়ে গত ৯ অক্টোবর ওড়িশার উদ্দেশ্যে রওনা দেয় লরিটি। কিন্তু তার পর থেকেই লরিটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পাশাপাশি লরি চালকের মোবাইলও সুইচ অফ থাকায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবহন সংস্থার কর্মীরা। এভাবে প্রায় প্রায় ১০ দিন কেটে গেলেও লরির হদিশ না মেলায় অবশেষে কোকওভেন থানার দ্বারস্থ হয় পরিবহন সংস্থাটি এবং ১৮ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ এবং মোবাইল ট্র্যাকার ব্যবহার করে লরি চালকের হদিশ মেলে। পুলিশ জানতে পারে লরি চালক ওড়িশাতে রয়েছে। এরপরই ওড়িশার উদ্দ্যেশ্যে রওনা দেয় পুলিশের একটি টিম ও লরি চালককে গ্রেফতারের পাশাপাশি লরিটিকেও উদ্ধার করে। চালককে জেরা করে পুলিশ জানতে পারে ওই লরির সমস্ত সামগ্রী খড়গপুরের একজনের কাছে বিক্রি করা হয়েছে। এরপর খড়গপুর থেকে ওই ক্রেতাকে গ্রেফতার করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ওই চুরির সামগ্রী বিক্রি করতে চালককে সহায়তা করা এক ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার ডিসিপি অভিষেক গুপ্তা সাংবাদিকের সামনে কোকওভেন থানার পুলিশের এই সাফল্যর কথা তুলে ধরেন।