eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অল ইন্ডিয়া আন্ডার ১৫ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দুর্গাপুরে অল ইন্ডিয়া আন্ডার ১৫ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শনিবার দুর্গাপুর ক্রিকেট ক্লাবে অল ইন্ডিয়া আন্ডার ১৫ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলার উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ও পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহ রায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারী, এডিডিএ’র চেয়ারম্যান কবি দত্ত, মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা।

এদিন মন্ত্রী অরূপ চক্রবর্তী বলেন, “জেলা হচ্ছে রাজ্যের খেলোয়াড়দের সাপ্লাই লাইন। জেলার প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে। বাংলার খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম পদক্ষেপ গ্রহণ করছে রাজ্যের সরকার। দুর্গাপুর ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের পাশেও আমরা প্রত্যেক মুহূর্তে থাকবো। ওদের কোন সমস্যা হলে সেগুলো দ্রুত নিরসনেরও চেষ্টা করব।” মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রান্তিক স্তরের খেলোয়াড়রাও সমস্ত সুযোগ-সুবিধা পাচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত বর্ধমান -দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সংসদ তথা ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য কীর্তি আজাদ বলেন, ” দুর্গাপুর ক্রিকেট ক্লাবের মতো ক্রিকেটের প্রশিক্ষণ অ্যাকাডেমি থাকা খুবই জরুরি। এই অ্যাকাডেমিগুলি থেকেই আগামী দিনে বহু ক্রিকেটার উঠে আসবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments