নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত নগরীর সুপরিচিত প্রগতিশীল সাংস্কৃতিক সংস্থা ‘লহরী ‘২৫ শে বৈশাখ সকালে আয়োজন করেছিল প্রভাত ফেরী এবং ভ্রাম্যমান রবীন্দ্র জন্মজয়ন্তী। ইস্পাত নগরীর ‘সম্পর্ক’ ভবন থেকে শুরু হওয়া উল্লিখিত অনুষ্ঠান একাধিক অঞ্চল পরিক্রমা করে শেষ হয় ভাষা শহীদ স্মারক উদ্যানে। সমীর দাসের ধারা বিবরণীর মাধ্যমে সঞ্চালনা, শ্রুতি মুখোপাধ্যায়ের নৃত্য, শ্রীরূপা ও অন্যান্য শিল্পীর সংগীত, তিমির বিশ্বাস, বিকাশ নিয়োগী প্রমুখের আবৃত্তি ইত্যাদি পথ চলতি মানুষেরা উপভোগ করেন। ভ্রাম্যমান অনুষ্ঠানের শুরুতে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, আগাগোড়া সঙ্গে থাকেন সাংস্কৃতিক আন্দোলনের সুপরিচিত নেতৃত্ব- সীমান্ত তরফদার ,আসিস তরু চক্রবর্তী, কানাই বিশ্বাস সহ উল্লেখযোগ্য সংখ্যক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।





